নদী আর ঢেউ
- কাজী ফাতেমা ছবি ২৮-০৪-২০২৪

ঢেউরে তোর কষ্ট কিসের
নদীরে খুলে বল
নদী তোর নয় কি কেউ
চোখে ঝরাস জল!

নদী বিনে তোর আকাশে
কালো মেঘে ছায়
তাই কি তুই অভিমানে
একা বসে নায়।

নদী ছাড়া থাকবি কই
কে আর আছে তোর
নদীর সাথেই জনম ধরে
বাঁধা মায়াডোর।

আঁচড়ে পড়িস নদীর বুকে
যখন ইচ্ছে তখন
অকূলে কূল ভালবাসা
পাবি মনের মতন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।